ঠাকুরগাঁওয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, সুবিধাভোগী শিশুর অভিভাবক কামরুন্নাহার, মাসুদ রানা প্রমুখ। পরে ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮০ জন শিক্ষার্থীকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সহ ছাত্র-ছাত্রী।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও: