ফয়সাল মাহমুদ :- লক্ষ্মীপুর
আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে “মানব কল্যাণ ফোরাম” এর উদ্যোগে আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস পরিক্ষা এবং হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তায়ালার প্রতি।আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি “মানব কল্যাণ ফোরাম” এর সকল সদস্য,উপদেষ্টা এবং এলাকাবাসীর প্রতি।
আলহামদুলিল্লাহ, উক্ত অনুষ্ঠানে আমরা প্রায় ৩০০ জন লোকের ব্লাড গ্রুপ নির্ণয়, ১৫০ জন লোকের ডায়াবেটিক পরিক্ষা এবং প্রায় ১৫০ জন লোককে বিনা মূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ প্রদান করতে সক্ষম হই।তাই আবার ও শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জনাব মোরশেদ আলম (প্যানেল চেয়ারম্যান, ১৪নং মান্দারী)
ডাঃগোলাম মোস্তফা (প্রভাষক লক্ষ্মীপুর হোমিওপ্যাথি কলেজ)
আমির হোসেন (সহ-সভাপতি, মানব কল্যাণ ফোরাম)
ডাঃআতিকুর রহমান (বাপ্পি)
নসরু মিয়া( বিশিষ্ট সমাজ সেবক)
রবিউল ইসলাম সোহাগ(সাংবাদিক)
মাসুদ রেজা
মেহরাজ হোসেন – সভাপতি মানব কল্যাণ ফোরাম
সাধারণ সম্পাদক -কাজী শুভ
সাংগঠনিক সম্পাদক, আরেফিন সিহাব
সহ- সাধারণ সম্পাদক – রিয়াদ হোসেন রুবেল
প্রচার সম্পাদক – সায়েদ সাকিল
রক্ত সম্পাদক জহির
তারেখ,রাব্বী হাসান খান সহ
এবং মানব কল্যাণ ফোরাম এর সকল সদস্যবৃন্দ।
আমি আশাবাদী, আপনারা এইভাবে অদূর ভবিষ্যতেও গরীব অসহায় মানুষের পাশে থাকবেন।