ইমন রহমান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনকে তার পদ থেকে কথিত অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ । রোববার (২৩ ফেব্রুয়ারী) মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তকে নিন্ধা জানিয়ে লিখিত প্রতিবাদপত্র পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দীক। এ সময় যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই অব্যাহতির সিদ্ধান্ত দলের গঠনতন্ত্রের বিরোধী। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া দলের কাউকে বহিষ্কার বা অব্যাহতি দেয়ার কোন সুযোগ নাই। আর উনার বিরুদ্ধে যে উসকানীমূলক বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানান তারা। লিখিত বক্তব্যে বলেন আওয়ামী লীগের গঠনতন্রের ৪৭ (ট) ধারা অনুযায়ী আওয়ামী লীগের কোন প্রাথমিক সদস্যকেও দল থেকে বহিষ্কার /অব্যহতি প্রদানের এখতিয়ার শুধু মাত্র কেন্দ্রীয় কমিটির রয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এই অগঠনতান্রিক,ভিওিহীন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা৷