মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর:
দিনাজপুরে গুড়ি গুড়ি বৃষ্টি।শীতের প্রকোপ কাটতে না কাটতেই দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলো যানজটমুক্ত দেখা গেছে। এই বৃষ্টি দিনাজপুরসহ উত্তরাঞ্চলে আরো কয়েকদিন স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
২২ জানুয়ারী ২০২০ ইং রোজ শনিবার সকাল ১১টার পর থেকে দিনাজপুরে কিছু স্থানে গুড়িগুড়ি বৃষ্টি আর আকাশ মেঘলা দেখা গেছে। এদিকে বৃষ্টি হওয়ার কারণে স্বাভাবিক তাপমাত্রা কিছুটা কমে গেছে বলে জানা যায়।হঠাৎ করেই হালকা বৃষ্টির কারণে অনেক মানুষজন ঘর থেকে বের হতে পারেনি।
দিনাজপুর আবহাওয়া অধিদফরের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় আজ শনিবার গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আরো ৩ দিনের মত স্থায়ী হওয়ার সম্ভবনা রয়েছে। তাপমাত্রাও গতকালকের থেকেও কিছুটা কমে ২৩.৪ ডিগ্রিতে এসেছে। দিনাজপুরে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আগামীকালকে এই বৃষ্টির পরিমান বেড়ে ২ থেকে ৩ মিলিমিটারে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন তিনি।