মুজিববর্ষে ঠাকুরগাঁওয়ে অমর একুশে বইমেলা পুরস্কার বিতরণী, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২১ ফ্রেব্রুয়ারি) শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম সেবা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ.সাদেক কুরাইশী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দিপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। আলোচনা শেষে বই মেলায় স্টল অংশগ্রহণকারী বিজয়ী সহ সকলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
পরে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে চিত্রাংকন,কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক ও সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা কল্যাণ ক্লাবের সভাপতি ও ডিসি পত্নী নুসরাত জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক, নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ও নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুমসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী,মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবি আগারওয়াল,জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম,সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর বাবু সহ স্থানীয় কবি, হাবিবা বেগম, সুলতানা বেগম,তাপস দেবনাথসহ অন্যান্য কবিগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা কালচারাল অফিসার জাকির হোসেন ইমন।
এছাড়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও:
