পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ পিরোজপুর কমিটি গঠন।
সভাপতি – আনাম ছাব্বির, সিনিয়র সহ-সভাপতি সামিম হোসেন,সহ-সভাপতি – জাকারিয়া হসেন, সহ-সাপতি – সজিব হাওলাদার, সহ-সভাপতি সাকিল আহম্মেদ জলিল,সহ- সভাপতি – রায়হান চৌধুরী, সাধারন সম্পাদক – মঈনুদ্দিন আহমেদ তানজিব, যুগ্ন সাধারণ সম্পাদক – মোঃ রিমন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক -সোহেল তাজ,সাংগঠনিক সম্পাদক – রাহাতুল রাহাত, যুগ্ন সাংগঠনিক সম্পাদক – শাহারিয়া খান,অর্থ সম্পাদক – মাসুম বিল্লাহ,প্রচার ও যোগাযোগ সম্পাদক – সাধিন তালুকদার, দপ্তর সম্পাদক – হাসিব খান, নারী ও শিশু বিষায়ক সম্পাদক – পলি আক্তার, সহ নারী ও শিশু বিষায়ক সম্পাদক-তানজিলা আক্তার তুলফা,পরিবেশ বিষায়ক সম্পাদক -মোহাজ্জেল হোসেন,কৃষি উন্নয়ন বিষায়ক সম্পাদক – নিলয় চান্দুয়া,আইন বিষায়ক সম্পাদক -তানিম ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক -জনি ইসলাম, অনুষ্ঠান ও সাংস্কৃতিক সম্পাদক -মেহেদি মাসুম,সাস্থ বিষায়ক সম্পাদক -শুকুর আলি,সাহিত্য ও পাঠ্যক্রম বিষয় সম্পাদক -রিপন হোসেন, মিডিয়া ও প্রকাশনা বিষায়ক সম্পাদক -শরিফ ইসলাম,যুব ও ক্রিয়া সম্পাদক – রাকিব হোসেন,দুর্যোগ ও এান বিষয়ক সম্পাদক – আবদুল্লাহ আাল রাজিব,পরিকল্পনা বিষায়ক সম্পাদক -নাহিদ হাসান,নির্বাহি সদস্য – মোঃ মুসা হাওলাদার, নির্বাহি সদস্য – খালিদ আবদুল্লাহ, নির্বাহি সদস্য -সাইফুল ইসলাম,নর্বাহি সদস্য -সাইফ ইসলাম,নির্বাহি সদস্য -জিহাদ হাওলাদার, নির্বাহি সদস্য -শেখ রানা।
সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন আগামী এক বছরের জন্য পিরোজপুর কমিটি গঠন করা হয়। যু্বরা যাতে পরিবেশ এবং যুব কার্যক্রম অংশ নিতে সারাদেশে সবুজ বাংলাদেশ কাজ করে যাচ্ছে।