ওসি বললেন আমাকে চাকর মনে করে নির্দেশ দিবেন।
আল ইমরান মনুঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভুতের মোড় এলকার দুটি স্থানে আজ সন্ধ্যার পর চৌহালী থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গ্রাম্য সভা করেন। গ্রামের সকল শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় তিনি বাল্যবিবাহ, নারী নির্যাতন, ধর্ষন, চুরি-ডাকাতি ও মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন আসুন আমরা যার যার যায়গা থেকে ভালো হই, সামাজের জন্য ভালো কিছু করে সমাজটাকে শান্তি ও সুখের সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করি। বিশেষ করে তিনি কিশোর ও যুবকদের উদ্দেশ্যে বলেন তোমরা কোনো প্রকার নেশা দ্রব্য গ্রহণ করবে না এবং কাউকে তা গ্রহন করতে দিবে না। পরে উপস্থিত সকলকে তার মোবাইল নাম্বার দিয়ে বলেন আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু দেখলেই আমাকে ফোন করে জানাবেন, মনে রাখবেন আমি আপনাদের স্যার না, আমি আপনাদের চাকর তাই চাকার মনে করে আমাকে নির্দেশ দিবেন। এলাকায় যখন কোনো সমস্যা হবে ভয় না পেয়ে আমাকে ফোন করে জানাবেন ইন্শাআল্লাহ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহন করবো, আপনাদের সাহায্য ছাড়া সমাজের পরিবেশ ঠিক রাখা খুবই কঠিন কাজ। পরে সকলের সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন- আব্দুর রউফ মোল্লা, ডাঃ আব্দুল মজিদ, মাওঃ মোঃ নাছির উদ্দিন ফকির, মজনু মিয়া সহ অনেকে।
