শামীম হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি॥
জামালপুরে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ড.কামাল হোসেন বর্তমান আওয়ামীলীগ সরকার কে লাথি মেরে ক্ষমতা থেকে সরাতে চায়। তার জন্য কামাল হোসেন কেই আওয়ামীলীগের পা ধরে ক্ষমা চাইতে হবে। মন্ত্রী অভিযোগ করে আরো বলেন বঙ্গ বন্ধুর কল্যাণে ড.কামাল দুই বার এমপি হয়ে ছিলেন । এখন ২০১৫ সালে সারাদেশে ১৫০জন কে আগুনে পুড়িয়ে মেরেছেন ,তাদের সাথে তিনি হাত মিলিয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন খালেদা মুক্তির নামে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে প্রেম আলাপ শুরু করেছেন। তার মুক্তি নয় বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি।
শনিবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এ জন সভায় কেন্দ্রীয় এই দুই নেতা এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিকুল আলম চৌধুরী নাদেল,বি.এম মোজাম্মেল হক,সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার চাপা,সদস্য মারুফা আক্তার পপি,ডা.মুরাদ হাসান এমপি,আবুল কালাম আজাদ এমপি,বেগম হোসনে আরা এমপি,ইঞ্জিঃ মোজাফ্ফর হোসেন এমপি,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।