ফয়সাল মাহমুদ -লক্ষ্মীপুর
সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনে অগ্রযাত্রা যুব ফাউন্ডেশন, লক্ষ্মীপুর এর আয়োজনে পালন করা হলো ওদের হাসি আমরা ভালোবাসি সিজন-২
আজ শুক্রবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়।। এই সময় পথশিশুদেরকে নিয়ে কেক কাটা হয়, পথশিশুদের সকালের নাস্তা, চকলেট,চিপস, বেলুন সহ খেলনা সামগ্রী দেওয়া হয়। সমাজের অসহায় পথশিশুদেরকে নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করে অগ্রযাত্রা যুব ফাউন্ডেশন।
এই সময় উপস্থিত ছিলেন অগ্যাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সৈয়দ নূর হোসেন ফাহাদ।আরো ছিলেন অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাব এর সভাপতি খালেদ সাইফুল্লাহ তারেক, সদস্য মাজেদ, আফতাদুল, ফজলে রাব্বি, রাকিব হোসেন,কাউছার, ইউসুফ, রায়হান,মান্নান, শাকিল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সৈয়দ নুর হোসেন ফাহাদ বলেন এই নিয়ে আমাদের এটা ২য় আয়োজন।আমরা সবসময় চেষ্টা করি অসহায় ও পথশিশু মানুষের পাশে থাকতে।