চট্টগ্রাম সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নিহতদের পরিবার পাবে দুই লাখ করে টাকা
December 19, 2017
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি, সারা বাংলা
89 Views
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের পরিবার পাবে দুই লাখ করে টাকা। সোমবার প্রশাসন এক লাখ করে এবং মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়।
সোমবার দুপুরে চট্টগ্রামের কুলখানির ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়।
এর মধ্যে রীমা কমিউনিটি সেন্টারে হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীসহ অমুসলিমের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়। সেখানে দুপুর ১টার পর প্রচণ্ড ভিড় তৈরি হয়। একপর্যায়ে হুড়োহুড়ি কেন্দ্র করে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।