কবিতা
” অমর একুশ “
হাছানুর রহমানঃ
ফ্রেব্রুয়ারীর একুশ তারিখে লাক্ষ্য ভাইয়ের রক্তে লাল হয়েছে পদ্মা,মেঘনা,যমুনা
একুশ তারিখ স্লোগান ছিল উর্দু ভাষা মানি না
একুশ তারিখ রাজপথে রাষ্ট্রভাষা বাংলা চাই
একুশ তারিখ প্রাণ দিয়েছে নাম না জানা কত ভাই , তাই আমরা সবাই তাদেরকে শ্রদ্ধা জানাই। শহিদ ভাইদের আত্মত্যাগের মহিমায় একুশ পেলো প্রাণ
একুশ মানে ফ্রেব্রুয়ারী মায়ের ভাষার গান ।
একুশ তারিখ প্রাণ দিয়েছে সালাম, বরকত, রফিক,শফিক,জব্বার
একুশ তারিখ ভুলবে যারা তারাই ছিল ৭১ এর রাজাকার ।
একুশ আমার মুখের ভাষা
একুশ মায়ের হাসি তাইতো মোরা শ্লোগান তুলুন
একুশ কে ভালোবাসি ।
একুশে ফ্রেব্রুয়ারী অশ্রু ঝরেছে যত
ফুলে ফুলে সাজিয়ে তুলুন শহীদ মিনার অবিরত,, ।।