গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
(১২ ফ্রেব্রুয়ারি) বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়াজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”এর আলোকে মুজিব বর্ষেই শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭টি জেলা ও ২৩ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক এমপি, জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কঃ শহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ.সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবি আগরওয়াল, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা সিদ্দিকা তুলি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো,জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন,জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি: