সাড়ে সাত কেজি তিন যাত্রীর ব্যাগ যেন সোনার খনি
December 18, 2017
অপরাধ, অর্থনীতি, আইন ও আদালত, আন্তর্জাতিক, জাতীয়, প্রচ্ছদ, সারা বাংলা
109 Views
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম প্রিভেন্টিভ দল শুল্ক গতকাল রোববার দিবাগত রাতে শাহজালাল বিমান বন্দরে চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ কেজি ৫৯০ গ্রাম, মো. মহসীনের কাছ থেকে ১ কেজি ৯৯০ গ্রাম ও রেকনোজ্জামানের কাছ থেকে ১ কেজি ৭৯০ গ্রাম সোনার ৭৪টি বার উদ্ধার করে।
আটক তিনজন ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আসা রিজেন্ট এয়ারে করে অভ্যন্তরীণ রুটের যাত্রী হিসেবে ঢাকায় আসেন।
উদ্ধার হওয়া সোনার বারগুলো যাত্রীদের ট্রলিব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো অবস্থায় আনা হয়।
আটক সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।