সুকুমার বাবু দাস, পঞ্চগড় প্রতিনিধি ঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পঞ্চগড় জেলা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে।
রোববার বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে মিছিলটি বের হতে চাইলে বিএনপির দলীয় কার্যালয়ের মূল ফটকেই পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ দুই বছর যাবৎ মিথ্যা মামলায় কারারুদ্ধ। তিনি আজকে সেখানে গুরুতর অসুস্থ। অথচ তাকে জামিন দেয়া হচ্ছেনা। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক এর নেতৃত্বে জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল,যুবদলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাফুজার রহমান মাহাফুজ
সহ সাধারণ সম্পাদক রাকিবুর রহমান ও মোজাহার হোসেনসহ জেলা ছাত্রদল , পৌর ও থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
