স্টাফ রিপোর্টার
জানা যায়,
মোহাম্মদ রাসেল তিনি একাধারে একজন তরুণ সাংবাদিক, বর্তমানে দৈনিক সিলেটের দিনকাল বিভাগের পত্রিকায় কাজ করেন, ও সরকারি কলেজের বি,এ অর্নাসের একজন নিয়মিত ছাত্র, তিনি লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতায় অনেক সুনাম অর্জন করেন।
বর্তমানে জাতীয় পত্রিকা সরেজমিনে নিয়োগ পান,এই পত্রিকা ১০ম বর্ষে পর্দাপন করে, সরকারি মিডিয়া ভুক্ত রেজিস্ট্রার নাম্বার ৬১১৮ সারা বাংলাদেশে পত্রিকাটি পাওয়া যায়। জিজ্ঞেস করলে তিনি বলেন,সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কোন সংবাদকর্মী টাকার আশায় সাংবাদিকতা করে না, সম্মান আর মানুষের ভালোবাসার জন্য সাংবাদিকতা করেন। সত্য ঘটনা তুলে ধরা, অসহায মানুষের কথা বলাই সাংবাদিকের দায়িত্ব। যিনি বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহপূর্বক খবর কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন তিনিই হচ্ছেন একজন সংবাদকর্মী বা সাংবাদিক। সাংবাদিক শব্দটি সহজ হলেও পেশাটি সহজ নয়। বিশেষ করে “সাংবাদিকদের দেশ ও জাতির বিবেক বলা হয়”। সংবাদ তৈরি করতে কতজন লোকের নিকট যেতে হয আর কতটা কষ্ট অনুভব করতে হয় যা শুধু একজন সংবাদকর্মীই জানেন। প্রত্যেক লোকের কাছে আলাদা আলাদাভাবে কথা বলে জানতে হয বিষযটির সম্পর্কে। এতে অনেক সময ব্যয় করে একটি ঘটনাকে জনগনের কাছে ফুটিয়ে তুলতে হয়।
দেশের প্রতিটা কাজেই সাংবাদিকদের অবদান রয়েছে এবং আছে থাকবে.