প্রতিটা লোক বাস হতে নেমে শুরু হয় জীবনের এক নতুন অভিজ্ঞতা বেনাপোল এ বাংলাদেশ পুলিশের সদস্যরা কি বড় সিন্ডিকেট।একটা লোক নতুন ইন্ডিয়ার ভিসা নিয়ে যেতে পারবে না।জন প্রতি দিতে হবে ২০০০-৩০০০ টাকা করে ঘুস তা না হলে পরিস্কার ভাবে বলে দেয় বিমানে টিকেট কেটে চলে যান।এভাবে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।তথ্য প্রমান সহ বলছি।সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রতিটি মানুষকে এই হয়রানি থেকে রেহায় এর উপায়টা জলদি বের করুন।নির্বাহি পরিচালক ক্রাইমনিউজ২৪.কম মো-মনিরুজ্জামান (রাজিব)
Check Also
ত্রিশালে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ পালন
এস.এম রুবেল আকন্দ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। আজ …