মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টর
আজ, ৩ জানুয়ারী ২০২০ খ্রিঃ সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস, এস, সি ও দাখিল পরীক্ষা। সকল এস, এস, সি ও দাখিল পরীক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও ভালবাসা। গোপালদী পরীক্ষার হল পরিদর্শন করে দেখা যায়।
গোপালদী পরিক্ষার হলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তাই কোন রকম অনিয়ম,ও নকল করার সুজুক নেই পরীক্ষার্থীদের । তাই সুষ্ঠ ভাবে হলে পরিক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা । এদিকে অবিভাবকদের সাথে কথা বলে জানাযায় গোপালদী পরীক্ষার হলে কোন অনিয়ম নেই। তারা আরও জানায় পরীক্ষা দেওয়া জন্য গোপালদীর পরিক্ষার হল পারফেক্ট।
এমন ভালো ব্যবস্থা করার জন্য ধন্যবাদ পুলিশ প্রশাসন দের।
পরিশেষে পরীক্ষার্থী সবার জন্য শুভ কামনা রইলো। তোমরা ভালো বাবে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল কর এই দোয়া রইল ।