মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টর।
নারায়ণগঞ্জের রুপগঞ্জে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় মিতু (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিতু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায় আব্দুল মতিনের মেয়ে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে এশিয়ান হাইওয়ের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আজাদ জানান, মিতু তার পরিবারের লোকজনের সঙ্গে কাঁচপুর এলাকার আবেদ আলীর বাড়িতে ভাড়া থাকত। বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী মিতু, তার মা মোসলেমা ও ছোট বোন মনিকার সঙ্গে সে কাঞ্চন বাজারে সাহায্য তুলতে এসেছিল। সড়ক পারাপারের সময় গাজীপুরগামী কার্ভাড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আজাদ বলেন, নিহতের লাশ উদ্ধার ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।