ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে(৩০ জানুয়ারি) স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আয়োজনে স্বর্ণ কিশোর-কিশোরী সন্মেলন-২০২০ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান পিপিএম সেবা ।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সভাপতি ফারজানা ব্রাওনিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,উপজেলা চেয়ারম্যান মোঃ মুকুল উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ৩৫টি স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক সহ আরো অনেকে।
এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা ফারজানা ব্রাওনিয়া হরিপুর উপজেলাকে স্বর্ণ কিশোর- কিশোরী উপজেলা হিসেবে ঘোষণা করেন।

স্বর্ণ উপজেলা বলতে এখানে প্রায় প্রতিটি স্কুলে স্বর্ণ কিশোর- কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর কমিটি রয়েছে। যারা এ কমিটিতে যুক্ত রয়েছে তাদের বাল্যবিবাহ,ইভটিজিংসহ শারীরিক ও মানসিক বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
যারা স্বর্ণ কিশোর-কিশোরী তারা সবাই একটি স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
এ সময় অতিথিবৃন্দ স্বর্ণ কিশোর- কিশোরীদের অভিনন্দন জানান এবং তাদের উদ্দেশ্যে বলেন যারা স্বর্ণ কিশোর- কিশোরী হয়েছে তোমরা তোমাদের সম্মান বজায় রেখে পথ চলবে। এভাবে পথ চলার মধ্য দিয়ে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়িত হবে।
