ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় দাখিল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার আয়োজনে(৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে ”মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ বিষয়ের আলোকে মাদরাসা দাখিল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সভাপতি শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন। বিতর্ক প্রতিযোগিতা দশম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ করেন।
বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ও বিষয়টিকে সুন্দর ভাবে উপস্থাপন করায় বিচারক মন্ডলীতে শ্রেষ্ঠ বক্তা হিসেবে দাখিল ১০ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল নোমান ১ম ও ৮ম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তারকে ২য় হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফজলে রাব্বি মুর্তাজাবি,সহকারি শিক্ষক (বিজ্ঞান) আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র প্রতিষ্ঠান আরবি বিভাগের প্রভাষক, শাহ নেওয়াজ। অনুষ্ঠানে সকল স্তরের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
