শামীম হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি ॥
জামালপুরে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সরকারী আশেক মাহমুদ কলেজ মাঠে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল,সরকারী জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বদেশ চন্দ্র সাহা,সরকারী আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক আব্দুল হাই আল হাদী, স্বরূপ কুমার কাহালী, মনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক খাবীরুল ইসলাম বাবু,যুগ্ন আহবায়ক আরমান হোসেন সাগর,তারিফ হোসেন, নাজমুল হোসেন প্রমুখ। ।
এসময় বক্তারা, মাদক ছেড়ে সুস্থ দেহ সুন্দর মন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোযোগ দেওয়ার আহবান জানান। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।