এম জাবেদ হোসাইন ( মীরসরাই প্রতিনিধি)
মীরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদয়া অনুষ্ঠান (২৯ জানুয়ারি) বুধবার বিদ্যালয়ের সহকারি শিক্ষাক পলাশ চন্দ্র পালের সঞ্চানালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোহাম্মদ হোসেন এর সভাপত্বিতে সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় আনুষ্ঠানে আরো উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আবুল হোসেন সহকারি শিক্ষক শাহদাত হোসেন, সহকারি শিক্ষক নিজাম উদ্দিন, সহকারি শিক্ষক বাবু প্রবাল ভূমিক, প্রমুখ।
বিদায় শিক্ষার্থীদের মাঝ থেকে বিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা খাননের হৃদয়বেদনায়ক বক্তব্য শুনে সকলের চোখে অশ্রু চলে আসে, বক্তব্য শেষে বিদায় শিক্ষার্থী ও সকল শ্রদ্বেয় শিক্ষকদের জন্য সানজিদা খানের নিজে লেখা কবিতা “বিদায় ” আবৃত্তি করেন, এবং বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন দশম শ্রেনীর ছাত্র তোফায়েল।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আবু সুফিয়ান
২০২০ সালের এস এস সি পরিক্ষায় সর্বমোট ২০০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করবে।
