ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। গত বুধবার সন্ধায় শহরের গোবিন্দনগর¯’ ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আকতার, সংস্থার জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স (দাবি) মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রো ফাইন্যান্স (প্রগতি) আমিনা খাতুন, আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক শিক্ষা কর্মসূচী মফিজুল ইসলাম, সদস্য তামান্না খাতুন প্রমুখ।
স্যার ফজলে হাসান আবেদের স্মরণে শপথ পাঠ করান সংস্থার আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক আলী আশরাফ।
অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে স্যার ফজলে হাসান আবেদের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কিছু ভিডিও প্রদর্শনের মাধ্যমে স্যার ফজলে হাসান আবেদের কার্যক্রম তুলে ধরা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে ব্র্যাক সংস্থার কর্মকর্তাবৃন্দ, সুধীজন, সুবিধাভোগি সদস্য, ব্র্যাক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃ উপস্থিত ছিলেন।
নুরে আলম শাহ ::ঠাকুরগাঁও প্রতিনিধি
