মেহেরপুর প্রতিনিধি
মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহাকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন করছে এখানকার কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রের সামনে অফিসের সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন তারা।
মেহেরপুর কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর বার বার আশ্বাষের পরও তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দাবি মানা না হলে আগামীকাল কর্মবিরতি ও পরে আরোও কঠোর কর্মসূচী প্রদান করা হবে বলেও তারা হুশিয়ারি দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, আবদুর রহমান, যুগ্ম সম্পাদক জহীর উদ্দীনসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
