মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে বড় বাজারে পচাঁ ও বাসি মাংস বিক্রি করায় মাংস বিক্রেতা শুকুর আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মিনহাজুল ইসলাম এ দন্ডআদেশ দেন। শুকুর আলী শহরের চক্রপাড়ার মকবুল হোসেনের ছেলে।
ভাম্যমান আদালত সূত্রে জানা যায়, পচাঁ ও বাসি মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বড় বাজার মাংস বাজারে অভিযান চালায় ভাম্যমান আদালত। যাচাই বাছাই করে দেখা যায় শুকুর আলী পচাঁ ও বাসি মাংস বিক্রি করছে। সত্যতা প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ আইন ৯ এর ৬১ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মিনহাজুল ইসলাম ।
