জেলা প্রতিনিধিঃ
ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর তত্ত্বাবধানে পরিচালিত “বাংলাদেশ প্রজন্ম সংসদ” এ ভোলা-৪ আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন সানজিদুল ইসলাম।
আগামী ২৩ জানুয়ারী জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিতব্য জাতীয় অধিবেশনে চরফ্যাসন ও মনপুরার প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে তিনি উপকূলের শিশু ও জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যার কথা তুলে ধরবেন।
সানজিদুল ইসলামের বাড়ি ভোলা জেলার চরফ্যাসন উপজেলার অন্তর্গত চরমাদ্রাজ ইউনিয়নে।
তিনি ২০১৯ সালে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে এখন চরফ্যাসন সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পড়ালেখার পাশাপাশি যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, স্থানীয় কিশোর ক্লাব, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত তিনি। গত বছর ফ্রান্সের শিশু সংগঠন লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট এর বাংলাদেশ প্রতিনিধি (অ্যাম্বাসেডর) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ইউনিসেফের তত্ত্বাবধানে পরিচালিত হ্যালো ডট বিডিনিউজ এ শিশু সাংবাদিক হিসেবে কাজ করছেন তিনি।
তিনি জাতীয় অধিবেশন শেষ করে ২৪-২৫ তারিখ ব্রাক ট্রেইনিং সেন্টারে “আশোকা বাংলাদেশ” ইয়াং চেইঞ্জ মেকার প্যানেলে যোগদান করবেন।