লেখক ভাবনা জাহান শান্তা
নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
স্বাধীন, স্বাধীন, স্বাধীনতা চেয়ে
লক্ষ্য মানুষ দিয়েছে প্রাণ
তবে আজ কেন সব ম্লান
লক্ষ্য প্রাণের আহুতি যায়নি তো সেদিন বৃথা
বিনিময়ে পেয়েছিলাম স্বাধীন একটি পতাকা।
আমরা তো স্বাধীন
তবে কেন-
রক্তজবার মুখে রক্তদানের কথা শুনি
আজও কেন বোনের লাঞ্চিত হওয়ার কাহিনী
ছাপা হয় কাগজে
মায়ের চোখে কেন কান্না ঝরে??
তবে কী সব ম্লান,ম্লান?
এই ভাবে বাঁচার জন্য কী আমার ভাইয়েরা
যুদ্ধ করেছিল দিন- রাত এক করে
বোনেরা ত্যাগ স্বীকার করেছিল
সেদিন তো এসব বৃথা যায়নি
তবে কেন আজ পথ চিনেও
হাঁটতে পারছিনা সেই পথে
তবে কী আজ সব ম্লান হয়ে গেছে??