তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর প্রতিনিধি (১৮/০১/২০২০)ঃ
“অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধি কর” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। শনিবার সকাল ১১ টার দিকে জেলা সঞ্চয় অফিস বড় বাজার থেকে একটি র্যালি বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিরা র্যালিতে অংশ নেয়।
