মোঃ মঈন উদ্দীন চিশতী (কোতোয়ালি থানা) দিনাজপুর প্রতিনিধিঃ
গত ১৪ জানুয়ারি ২০২০ ইং রোজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলার চিরিরবন্দর
উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে নির্মাণাধীন একটি বাড়িতে ধর্ষণের শিকার হয়েছে ছয় বছর বয়সের শিশু মোছা: খাদিজা।
ধর্ষণের শিকার হওয়া শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেয়ে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১৫ জানুয়ারি ২০২০ রোজ বুধবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে ধর্ষণের শিকার হওয়া শিশু ভিকটিম মোছা: খাদিজাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন দিনাজপুর জেলার জেলা প্রশাসক জনাব মো: মাহমুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আয়েশা সিদ্দিকা।
জেলা প্রশাসক জনাব মো: মাহমুদুল আলম উক্ত ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত দেন ভিকটিমের অভিভাবকদের।