আরিফুল ইসলাম,সিনিয়র স্টাফ,রিপোর্টার, হাজী মোঃইউসুফ,সহ-প্রচার, সম্পাদক।
ছবিটি আগের নিউজের গোপালদী বাজারের প্রধান ( ৩নং গলি)। সদাসদী উলুকান্দী থেকে গোপালদী বাজার হয়ে গাজিপুরা,বিশনন্দী ফেরিঘাট,থেকে বিভিন্ন গাড়ি, অটোরিকশা,অটো, পিকআপ,CNG, ডাক, ইত্যাদি যানবাহন মাধবদী,নরসিংদীতে,যাতায়াত করে। কিংবা গোপালদী বাজার বাসস্টেন্ড যেতে এই রাস্তাটি দিয়ে যেতে হয়। গোপালদী মর্ডান হাসপাতালের সামনের চার রাস্তার মোড়টি তে ড্রেনের মুখের কভারটি ভাঙ্গা ছিল। ভেঙ্গে যাওয়া অংশটি দ্রুত মেরামত করে দেওয়ার জন্য । গোপালদী পৌর মেয়র ও প্রকৌশলীর, লোকদেরকে, Crime report-24.com এর পক্ষে থেকে জানাই ধন্যবাদ।