হাছানুর রহমান নীলফামারী :
নীলফামারী ডোমার উপজেলার চাঁন্দখানা জি,আর, উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জানুয়ারি) বিকেল ৪ টায় টিভি টুর্নামেন্টর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় । চাঁন্দখানা জি,আর, উচ্চ বিদ্যালয় মাঠে।
খেলায় সভাপতিত্ব করেন
মোঃ আব্দুস ছালাম সভাপতি ঘুনুরাম খেলোয়ার কল্যান সমিতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার ডিমলার কৃতি সন্তান গরিব দুখি মেহনুতি মানুষের বেচে থাকার আস্তা সরকার ফারহানা আখতার (সুমি) সহশিক্ষা ও প্রশিক্ষণ পাঠাগার বিষয়ক সম্পাদক , বাংলাদেশ যুব মহিলা লীগ, সাধারণ সম্পাদক কল্যাণ পূর্ণবাসন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউল কবীর (জিয়া) সাংগঠনিক সম্পাদক আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ কেতকী বাড়ি ইউনিয়ন শাখা।
আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ আনোয়ার হোসেন (সাজু) উত্তর আমবাড়ি, ব্যবসায়ী মোঃ ফজলে রাব্বী মাঠ সহকারী একটি বাড়ি একটি খামার।কেকতি বাড়ি ইউনিয়ান শাখা মোঃ আফতাবুজ্জামান রাজিব, সমাজ সেবক। মোঃ লিখন মাহমুদ, সমাজ সেবক। মোঃ জনি ইসলাম কেতকী বাড়ি।সামাজ সেবক অত্র
খেলাটি পরিচালনা করেন “
জনাব, বজলার রহমান কেকতি বাড়ী ইউনিয়ান শাখা।
ও মসহ স্থানীয় ব্যক্তি বর্গ মোশফিকুর রহমান প্রমুখ।
উক্ত ফাইনাল ম্যাচে বাঘ – সিংহের লড়াইয়ে ২ গোলে কাওলা খেলোয়ার কল্যাণ সুমিতি কে পরাজয় করে চ্যাম্পিয়ন হলেন ঘুনুরাম কল্যাণ সুমিতি । খেলা দেখতে আসা হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সরকার ফারহানা আক্তার সুমি ।