মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় সার্কাসের নামে চলছে অশ্লীল নিত্য,আর এসবের কারনে হিতে বিপরীতে পড়ছে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। জানা গেছে,উপজেলার কৈমারী ইউনিয়নের চড়কের ডাঙ্গা নামক স্থানে ‘দি গ্রেড রওশন সার্কাস’ এর আয়োজন করে। আয়োজক কতৃপক্ষ,জেলা প্রশাসকের কাছে বিনোদনের নামে আবেদন করে অশ্লীল নিত্যের পসরা সাজিয়েছে। এই মুহুর্তে চলছে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা ঠিক সেই মুহুর্তেই বিনোদনের নামে এ সার্কাস দর্শনার্থীদের দেখাচ্ছে অর্ধনগ্ন বিহঙ্গ। এব্যাপারে শুক্রবার রাতে থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান,অশ্লীল নিত্যের কোন পারমিশন হয় না। এরকম কিছু হলে আমরা বন্ধ করে দিবো। এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসকের সাথে কথা হলে তিনি বলেন,আমি ঘটনার সত্যতা পেলে এখনই বন্ধ করে দিবো।