মেহেরপুর প্রতিনিধি
বিকেলে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর ক্ষণগণনা। মেহেরপুরে রয়েছে নানা কর্মসূচী। শনিবার দুপুরে সদর উপজেলা চত্ত¡র থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনর নেতৃত্ব একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডিমী চত্ত¡রে গিয়ে শেষ হয়। এবারের শ্লোগান সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। জেলা প্রশাসক আতাউল গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালিতে অংশ নেয়।
এছাড়াও রয়েছে বঙ্গবন্ধুর দর্শন শির্ষক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা। রাতে রয়েছে বর্ণিল আতশবাজি।
