মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পইপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুদের মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় সেখানে উপস্থতি ছিলেন সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অলোক কুমার দাস, জেলা ই.পি.আ.ই সুপারিনইনটেনডেন্ট আব্দুস সালাম।
জেলার ৪৭৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২১ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সী ৫৯ হাজার ৬৭৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
