এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গতকাল (৬ জানুয়ারি) বিকাল ৫ টা ১৫ মিনিটে মুজিববর্ষ সড়ক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। উপজেলার ধরলা নদীর পশ্চিম প্রান্তে লালমনিরহাট জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী গেট হতে শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব দিকে সংযোগ সড়কের আছিয়ার বাজার পর্যন্ত সড়কটিকে মুজিববর্ষ সড়ক হিসেবে নামকরণ করা হয়। এরপর তিনি সড়কটিতে ২ হাজার ২০ টি গাছের চারা রোপন কার্যক্রমেরও উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সকল স্তরের জনগণ।
সন্ধ্যা সাড়ে ৬ টায় দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় শেষে স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মাঝে বাসকপাতা বিক্রয় থেকে অর্জিত টাকা বিতরণ করেন বিভাগীয় কমিশনার।