ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ত্রিশাল প্রেসকাবের উদ্যোগে ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
ত্রিশাল প্রেসকাব মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল প্রেসকাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল থানা ওসি(তদন্ত) মোখলেছুর রহমান, কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম সরকার, ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান মাষ্টার, ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র গোলাম মোস্তফা সরকার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিশাল প্রেসকাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান। আলোচনা শেষে সদ্য যোগদান করা ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমানকে বরণ করা হয় ।