মোঃ আরিফুল ইসলা, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে বিভিন্ন গ্রামের ৬০০ দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ছোট বিনাইরচর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবদুল বাছেত খান, ডিজিএম ও বোর্ড সচিব নাজমুল হুদা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, মোজাহিদ হোসাইন ভূইয়া, নূরে আলম সিদ্দিকী, আড়াইহাজার শাখা ম্যানেজার আকরাম হোসেন, কবি ও সাহিত্যিক মোর্শারফ মাতুব্বর প্রমুখ।
কম্বল বিতরণ কার্যক্রম শেষে রূপালী ব্যাংকের পরিচালক আবদুল বাছেত খান বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে রূপালী ব্যাংক লিমিটেড বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। তারই অংশ হিসেবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।