হাছানুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধীঃ
৪৮ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারী ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর উদ্দ্যোগে দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডিসেম্বর ৩১/১২/ ২০১৯ ইং। পরে বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষক এবং নবাগত গুণি শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত সোমবার ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে সন্ধ্যায় মহাবিদ্যালয় সংলগ্ন চাপানী হাট ধান হাটীতে প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার এর সঞ্চালনায় ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান এর সভাপতিত্বে ৮ জন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত ৩৮ জন শিক্ষক, নবাগত গুনী শিক্ষকদেরকে উপহার সামগ্রী এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড সামসুল হক, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, ১ম শ্রেণীর ঠিকাদার সাইফুল ইসলাম হেলাল, নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম হাবীব চৌধুরী বাবু, অধ্যাপক মাহবুবর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মজিবর রহমান প্রমুখ। সামগ্রী প্রদানের শুরতেই শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন বদলের সনদ বাস্তবায়নে নবীন ও প্রবীনদের সমন্বয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । সেই লক্ষে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে এসে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। অনুষ্ঠিত অনুষ্ঠান সম্পর্কে শিক্ষক মিজানুর রহমান, আব্দুল হালিম , মুয়ীদুল ইসলাম মিলু , সহকারী শিক্ষক। আমিনুর রহমান বিশিষ্ট ব্যাবসায়ি বলেন তার অভূতপূর্ণ অসাধারন অনুষ্ঠানটি সত্যি প্রশংসার দাবীদার জাতি অবশ্যই তা স্মৃতি ফলক হিসেবে মনে রাখবে । পরিশেষে টিভি চ্যানেলের শিল্পী গোষ্ঠীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।