সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে গোল্লাপাড়া ও কামারগাঁ খাদ্যগুদামে ২০১৯-২০২০ সালের অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ শুরু হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার গোল্লাপাড়া খাদ্য গুদাম চত্বরে এই চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. নাসরিন বানু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউল কবির, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক উদ জামান কামার গাঁ খাদ্যে গুদামের অফিসার শ্রী নয়ন কুমার এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য, এই অর্থবছরে উপজেলার প্রকৃত লাইসেন্সধারী ২৯টি রাইস মিল ও মিল মালিকের কাছ থেকে গোল্লাপাড়া খাদ্যগুদামে ৫৭০ মেট্রিক টন এবং কামারগাঁ খাদ্যগুদামে ১২টি রাইস মিল ও মিল মালিকের কাছ থেকে ৩৪৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
এ চাল ক্রয়ের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ২০২০ সালের ফেব্রæয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত।
