(নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশার গাঙ্গুরিয়ার কাদিপুর গ্রামে খাস জমি নিয়ে মারামারি, সংবাদ সুত্রে জানা যায় গুরুতর আহত ব্যক্তি গোলাম মোস্তফা (৬৫) পিতা- মৃত্যু আবুল কাসেম।
বিকাল ৫.০০ঘটিকার সময় কাদিপুর গ্রামের রাস্তা দিয়ে হাটিয়া কাদিপুর গ্রামের ডাক্তারের মোড়ে যাইতে ছিলো।
পথিমধ্যে ১৬/১২/১৯ ইং তারিখ বিকাল ৫.০৫ ঘটিকার সময় কাদিপুর গ্রামের গোলাপী ক্লাবের সামনে কাঁচা রাস্তার উপরে পৌছামাত্র খাস জমি নিয়ে পুর্ব শত্রুতার জের ধরিয়া প্রভাবশালী ব্যক্তি (১)মোঃ কামাল (৩৫) পিতা- ইদ্রিস আলীর,(২) মোঃ ইদ্রিস (৬০) পিতা-ফিজর আলী, (৩) মোব বাবুল (৩৯) পিতা-পিতা মোঃ ইদ্রিস,(৪) মোঃ শিয়াবুল (৩৫),পিতা-জব্বার, (৫) মোঃ তোফাজ্জল (৩৫),পিতা-মৃত জয়নাল, (৬) মোঃ মামুন(৩৫) পিতা-জান মোহাম্মাদ, (৭) মোঃ ছয়ফুল(৪০) পিতা-মৃত জয়নাল, উক্তব্যাক্তিদের হাতে বাঁশের লাঠি, কোদাল,লোহার রড ইত্যাদি।
দ্বারা তাহারা স্বরযন্ত্র করে মোঃ গোলাম মোস্তফা (৬৫) কে পথরোধ করে এলোপাথাড়ি মারপিট করতে থাকে, ১নং ব্যক্তির হাতে থাকা কোদালের বেট দ্বারা মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত করে, ২নং ব্যক্তির হাতে থাক লোহার রড দ্বারা আহত ব্যক্তির ডান কানের নিচে আঘাত করিয়া রক্তাক্ত জখম করে।
৩,৪ ও ৫,৬, ৭নং আসামীর হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা পিঠে বুকে এবং পায়ের গিড়ার উপর আঘাত করে মেরে ফেলার উদ্দেশ্য তাহার স্বরযন্ত্র করে এমন এলোপাথাড়ি মারপিট করে, আহত গোলাম মোস্তফার চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে, তাহার হুমকি দেয়,
সুযোগমত পাইলে প্রাণে মেরে ফেলবে।
এ বলিয়া স্থানত্যাগ করে পালিয়ে যায় তাহারা।
আহত গোলাম মোস্তফাকে গ্রামের সাধারণ জনগণ দেখে তাৎখনিক নিতপুর মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করে।বর্তমান গোলাম মোস্তফা পোরশার নিতপুর মেডিকেলে চিকিৎসাধীন।
অবশ্য এর আগে মোঃ কামাল সহ তাদের লোকজন হুমকি দিলে,
পোরশা থানায় সাধারণ সাধারণ ডায়েরী করা হয়েছিল।
সংবাদ সুত্রে জানা যায়,খাস পুকুর প্রায় ৭টা পুকুরের আশে পাশের জমি প্রায় ১৫ একর, এই জমিটা পূর্বে গ্রামের লোকজন চাষাবাদ করে আসছিলো।
এখন আবুল কামাল ও তার সাঙ্গপাঙ্গরা গত ২বছর থেকে খাসকৃত জমি জোড় করে দখল করে।
এরই প্রতিবাদে গ্রামের মাথা হয়ে মোঃ গোলাম মোস্তফা (৬৫) শত্রুতার জের ধরিয়া গত কাল বিকেল ৫.০৫ তাকে বেধরম মারপিট করে।
এ ব্যাপারে পোরশা থানায় মামলা করা হলে,
পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান,এর সুষ্ঠ তন্ত