রাজাকারের তালিকা মুক্তিযোদ্ধারাই করবেন, সরকার নয়: ফখরুল
রাজনৈতিক প্রয়োজনেই সরকার রাজাকারের তালিকা প্রকাশ করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এসময় ফখরুল দাবি করেন, রাজাকারের তালিকা যদি করতেই হয়, তাহলে সেটি মুক্তিযোদ্ধারা করবেন। সরকার গণতন্ত্র হরণ করে মানুষের স্বপ্নকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনক হল স্বাধীনতার ৪৯ বছর পরেও আজকে এ দেশ একটি গণতন্ত্র বিহীন রাষ্ট্র পরিণত হয়েছে। দেশের
মানুষের গণতান্ত্রিক অধিকার আজ ভূলুণ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করেছে বর্তমান সরকার।এ সময় খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নেন বিএনপির নেতাকর্মীরা।