মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি প্রতিনিধি ঃ-
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আর এই দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে খাগড়াছড়িতেও পালিত হচ্ছে।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের প্রথম প্রহরে মহান বিজয় দিবস উদযাপনে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সোমবার সকালে চেঙ্গী স্কয়ার শহীদ বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। তোপধ্বনি পর প্রথমে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রহিছ উদ্দিন, টাস্কফোর্স চেয়ারম্যান ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, সিভিল সার্জন ইদ্রিস মিঞা, পৌরসভার মেয়র রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের জাতীয় পতাকা উত্তলন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি,
সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,
খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে সরকারী-বেসরকারী,সামাজিক সংগঠন,এনজিও,স্কুল-কলেজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল নিয়ে শ্রদ্ধা জানান।
এর পরে শুরু হয় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিমে খাগড়াছড়ি জেলা প্রশাসনে আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে। কুচকাওয়াজের সালাম গ্রহন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহা; আহমার উজ্জামান বিপিএম সেবা।