বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল আহমদ
তছির আলী টাষ্ট্র ইউ.কে বাংলার এর পক্ষ থেকে দেশবাসীসহ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তছির আলী টাষ্ট্র ইউকে বাংলার প্রচার সম্পাদক সোহেল আহমদ, । তিনি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল টাইমস ট্রিবিউন টোয়েন্টিফোর ডটকম’ সহ বার্তা সম্পাদক কর্মরত আছেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন,
মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে…পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের…যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ৭১ এর ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি আমাদের প্রাণতুল্য মাতৃভূমি, হয়েছে আমাদের বিজয়, পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আর যাদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।