তোমার স্মৃতি হৃদয় আঁকা
সোহেল আহমদ
১৬ ই ডিসেম্বার মোর
ইতিহাসের পাতায়।
সে খানে রয়েছে কত
কান্না হাসির ব্যাথা।
সে দিন মোরা উড়িয়ে ছিলাম
নীল আকাশের পানে।
লাল সবুজের এই পতাকা
বিজয় গানে গানে।
১৬ ডিসেম্বার তুমি
এসো বার বার।
তোমার স্মৃতি হৃদয় আকা
নয় রে ভুলি বার।
Check Also
কিশোরগঞ্জের নিখোঁজ সোহেল রানা কে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
হাসানুর রহমান ।। নীলফামারী।। ডিমলা থানা পুলিশ সংবাদ পান যে অপরিচিত একটি বাকপ্রতিবন্দি কিশোর টেপাখড়ি …