মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শহীদ মিনারে শ্রদ্ধান্জলি, র্যালী, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়ানো ও আলোচনা সভা সহ নানা আয়োজনে ১৫ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০ ঘটিকায় দীঘিনালা উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুস্পার্পন ও র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন যুদ্ধকালীন কামান্ডারের সন্তান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ হারুন মিয়া।
এরপর উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধীনায়ক লে. কর্নেল আদনান কবির পিপিএম(বার) পিএসপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ্, দীঘিনালা থানা অফিসার্স ইনচার্জ বাবু উত্তম চন্দ্র দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।