আজ১২/১২/২০১৯ বৃহস্পতিবার। খুচরা বাজারে পেঁয়াজ প্রতিকেজি ১১০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিন্ম আয়ের মানুষের কথা মাথায় রেখে বাংলাদেশে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পোরশা উপজেলার ১নং নিতপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের এর সামনে গিয়ে দেখা যায়, পেঁয়াজ কিনতে মানুষের লম্বা সারি। তবু ক্রেতারা ৪৫ টাকা কেজি পেঁয়াজ পেয়ে আনন্দিত চিত্তে যাচ্ছে বাড়ি। ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছেন। এবং অনেকেই জানান দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো সমস্যা হয়নি। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে কেনা যাচ্ছে। কিন্তু প্রতি কেজি পেঁয়াজ নিলে ৫০ টাকা নিচ্ছেন তারা। তবে প্রতি কেজির চেয়ে কিছু বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছেন। ৪৫ টাকার পেঁয়াজের মান নিয়ে ক্রেতাদের অভিযোগ প্রসঙ…
