ব্রাক্ষনবাড়ীযা জেলা প্রতিনিধিঃ হেবজুল বাহার,
ব্রাক্ষনবিড়িয়া নবীনগর উপজেলা ‘নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত।
এখন স্বপ্ন নয় তা বাস্তব’- এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহায়তায় সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী প্রোগ্রামার রনিক হালদার, শিক্ষক মইনুল হোসেন চৌধুরী প্রমূখ।
