আনোয়ার হোসেন: “পুলিশের সঙ্গে কাজ করি মাদক- সন্ত্রাস- জঙ্গীমুক্ত দেশ গড়ি”এই শ্লোগান নিয়ে আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের শ্যামপুর মডেল থানার উদ্যোগে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে। দিনটি উপলক্ষে থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এর আগে জুরাইন শেখ কামাল স্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম।
শ্যামপুর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন জামাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ আবু হোসেন বাবলা এমপি মহোদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু , ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নাসির উদ্দিন ভূঁইয়া, ৫৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুফতি লেকায়ত আলী, সাধারণ সম্পাদক শরীফ আলমগীর, শ্যামপুর থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কাজল, জুরাইন প্রেসক্লাবের সভাপতি শাহেল আহমেদ শোহেল, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল কবির, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, শেখ রাসেল স্কোয়ারটিং ক্লাবের সম্মানিত সভাপতি নিরব, শ্যামপুর থানার অফিসার তদন্ত আবু আনছার প্রমুখ।
সভায় বক্তারা বাল্যবিবাহ প্র্রতিরোধ, সন্ত্রাস, জঙ্গি-মাদকের প্রতিকার , নারীর প্রতি সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজার কে সামাজিক ভাবে বয়কট সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।