চম্পক কুমার, নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আব্দুস সালাম, সাজ্জাদ হোসেন, জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব নন্দলাল পার্শীসহ পরিবহন মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।