আবছার উদ্দিন কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফ উপজেলা সিলভার কাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরের শুভ উদ্ভোদন হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর।
বরাবরের মতো এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে।এটি উপজেলা টেকনাফ ক্রীড়া জগতের সফলতম টুর্নামেন্ট । উক্ত টুর্নামেন্টের ৩২টি দল অংশগ্রহন করেছে ।ঐতিহ্যবাহী টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে, টেকনাফ ক্রীড়া জগতের সফলতম টুর্নামেন্ট, সিলভার কাপ ফুটবল টুর্নামেন্ট (৫ম আসর)-২০১৯ইং খেলাার সফলতার দিকে পৌছাতে সবার দোয়া ও সহযুগিতা কামনা করেছেন
টুর্নামেন্ট পরিচালনা কমিটির
আহবায়ক
হারুন-অর-রশিদ (প্রকাশ বন্ধু হারুন)
যুগ্ন-আহবায়ক খোরশেদ আলম।